হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে গাঁজা সহ আটক ৩ 

বেনাপোলে গাঁজা সহ আটক ৩ 

কর্তৃক
০ মন্তব্য 97 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :
বেনা‌পোল নারায়নপুর কলেজ মোড়ে অভিযান চালিয়ে ২ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

মঙ্গলবার (১৯ মে)দুপুর ২ টার সময় বেনাপোল কলেজ মোড় থেকে তাদের কে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো,দুর্গাপুর গ্রা‌মের আলী কদরের ছেলে কবির (২৮)তার ভাই মেহেদী হাসান (২১)ও কাগজ পুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে শহিদুজ্জামান (২৫)।এরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে গাঁজার চালান এনে বেনাপোল কলেজ মোড়ে বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা থেকে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন ,আটককৃত আসামিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন