হোম অন্যান্যসারাদেশ বৃষ্টিতে ভেসে গেছে সরিষা চাষির স্বপ্ন

 

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়ন দুইদিনে টানা বৃষ্টিতে ডুবে গেছে সরিষা চাষীদের ফসলি জমি। বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে যেসব চাষিরা সরিষার বীজ বপন করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে ডুবে যাওয়া জমি থেকে সরিষা চাষিরা পানি নিষ্কাশনের চেষ্টা করছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা দুইদিন বৃষ্টিতে যেসব চাষিরা ১০ দিনের মধ্যে যেসব সরিষার বীজ বপন করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকার খেতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

ডুমুরতলা গ্রামের ইন্দ্রজিত নামে এক কৃষক জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন ও দীপঙ্কর নামে এক কৃষক। তিনি বলেন সরিষা ক্ষেত টানা দুই দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে।

তিনি আরো বলেন প্রাকৃতিক দুর্যোগ কারণে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই, যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করা তাতে একটু হলেও চাষিরা বাঁজবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন