হোম ফিচার বিয়ের প্রসঙ্গ উঠতেই রচনাকে বেফাঁস তথ্য দিলেন দেব!

বিনোদন ডেস্ক :

‘প্রজাপতি’ ছবির প্রচারে দিদি নম্বর ১-এর সেটে হাজির হয়েছিলেন টালিউডের হার্টথ্রব সুপারস্টার দেব। আর সেই সুযোগেই দিদির মঞ্চে দেবের কাছে তার বিয়ের বিষয়ে জানতে চান টালিউডের সাড়া জাগানো অভিনেত্রী রচনা ব্যানার্জী।

রচনা আর দেবের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। টালিউডে দেব পা রাখেন ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে। সে সিনেমার নায়িকা ছিলেন রচনা ব্যানার্জী। আর তখন থেকেই দেবের সঙ্গে রচনার বন্ধুত্বের শুরু।

দীর্ঘ সেই বন্ধুত্বের সম্পর্কের অধিকার থেকে রচনা তাই বিয়ে নিয়ে দেবকে চেপে ধরলেন এবার। জানতে চাইলেন কবে বিয়ে করছেন দেব?

এমন প্রশ্নে অনেকটা বেফাঁস তথ্য দিয়ে দেন দেব। উত্তরে দেব বলেন, ‘করব.. করব… আরে জীবনে সুখে থাকাটা খুব জরুরি! আমি সুখে আছি’। এরপরই হাসতে হাসতে হাতে থাকা কার্ড দিয়ে মুখ ঢাকেন এ অভিনেতা।

টালিপাড়ায় দেব রুক্মিণীর প্রেমের সম্পর্ক সবারই জানা। এ জুটির সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে দুই পরিবারেরও। তবুও বিয়ে না করে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা।

এর আগে একাধিকবার এ অভিনেতাকে বলতে শোনা গেছে, ‘এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এই সময় ভালো থাকা, সুস্থ সম্পর্ক থাকাই আসল। আমি আর রুক্মিণী ভালো আছি।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেবের বিয়ে নিয়ে মাথাব্যথার শেষ নেই মিঠুন চক্রবর্তীরও।

দেবের অনস্ক্রিন বাবার কথায়, বিয়ে করলে জনপ্রিয়তা কমে যাবে সেই ভয়ে নাকি ছাদনা তলায় যাবার নাম করছেন না দেব। মিঠুনকে বলতে শোনা যায়, ‘সিনেমা একবার মুক্তি পাক না, লাঠি নিয়ে ওর পিছনে পড়ে যাব (বিয়ের জন্য)। ওর ভয় যে, ও স্টার তাই বিয়ে করলে জনপ্রিয়তা চলে যাবে। আমি ওকে বোঝাই, আমাকে দেখ, আমি তো বিয়ের পর স্টার হয়েছি।’

এখন ভক্তদের দেখবার অপেক্ষা। ‘প্রজাপতি’ ছবি মুক্তির পর দেবের জীবনেও বিয়ের প্রজাপতি ধরা দেবে নাকি দেব-রুক্মিণীর জীবন এভাবেই চলতে থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন