খেলাধূলা ডেস্ক:
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিয়েছে জিম্বাবুয়ে। চলমান ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে এটিই যেন সবচেয়ে বড় চমক। এরপরেই দলের অন্যতম ভরসা সিকান্দার রাজা নিজেদের দলকে নিয়ে অনন্য উচ্চতায় যাওয়ার কথা বলেছেন।
শনিবার (২৪) হারারে স্পোর্টস ক্লাবে ২৬৯ রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ২৩৩ রানে। ফলে ৩৫ রানের জয় পায় জিম্বাবুয়ে। এই জয়ের মাধ্যমে ক্যারিবীয়দের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে সাড়ে ছয় বছর পর উদযাপনের দেখা পেল জিম্বাবুয়ে।
ম্যাচ শেষে সিকান্দার রাজা বলেন, ‘আমরা কী করতে পারি, সেটি দেখিয়ে দিয়েছি। বিশ্বের সেরা দল থেকে আমরা পিছিয়ে নেই। আমাদের অসীম সাহস রয়েছে। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিতে পেরেছি। এছাড়া আমাদের জয়ের পেছনে সমর্থকদেরও বড় ভূমিকা রয়েছে।’
জিম্বাবুয়ের এই ক্রিকেটার আরও বলেন, ‘যদিও আমরা ২০-৩০ রান কম করেছি, তারপরও বোলারদের ওপরে আমার ভরসা ছিল। তারা ম্যাচ বের করে এনেছে। এর জন্য দরকার সাহসের। শুধু দক্ষতা দিয়ে এ ধরণের ম্যাচ জেতা যায় না। সবমিলিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।’
উইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ক্যারিবীয়রা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস।
