হোম অন্যান্যসারাদেশ বিশ্ববিদ্যালয়কে ধারন করুন, দায়িত্ব যথাযথভাবে পালন করুন : জবি ভারপ্রাপ্ত উপাচার্য

জবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়কে ধারন করুন, যার যা দায়িত্ব সেগুলো আপানারা যথাযথভাবে পালন করুন। আমাদের বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, সবাইকে নিজের বিবেকবোধ দিয়ে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় নানা সীমাবাদ্ধতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ৷ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ।

এসময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব, তাঁর চিন্তা ও কর্মপরিকল্পনার কারনেই বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ এখন অনেক পজিটিভ, একসময় আমাদের দেশ দারিদ্রতার সংকীর্নতায় অবস্থান করছিলো তারপরও বিদেশি কোনো অর্থনৈতিক সাহায্য ছাড়াই আমরা পদ্মা সেতু স্থাপন করতে পেরেছি।”

জবি ডেপুটি রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক বিষ্ঞু মল্লিক প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও এপিএ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন