হোম খেলাধুলা বিশ্বকাপ বাছাই: মালদ্বীপের বিপক্ষে একঝাঁক তারকাকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। চলতি মাসের ১২ এবং ১৭ তারিখ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। তবে সেই দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না দলের একাধিক তারকাকে।

মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। দলে নেই বসুন্ধরা কিংসের একজন ফুটবলারও। নেই অধিনায়ক জামাল ভূঁইয়াও। তবে কয়েকদিনের মধ্যেই আর্জেন্টিনা থেকে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেয়ার কথা লাল-সবুজ অধিনায়কের।

আগামী ২ অক্টোবর এএফসি কাপে ভারতের ওডিশা এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। সে কারণে তাদের একজন খেলোয়াড়কেও রাখা হয়নি স্কোয়াডে। তবে এই ম্যাচের পর দলের সঙ্গে যুক্ত হতেও পারেন শেখ মোরসালিন-আনিরসুর রহমান জিকোরা।

১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনজন নতুন ফুটবলার। তারা হলেন- ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ হোসেন ও ফরোয়ার্ড আরমান ফয়সাল। রোববার (১ অক্টোবর) ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তারা।

বাছাইপর্বের এই দুই ম্যাচই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ মালদ্বীপ-বাধা পেরোতে না পারলে আগামী দেড় বছর ফিফা-এএফসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হবে না বাংলাদেশের। আর মালদ্বীপকে হারাতে পারলে বিশ্বকাপের মূল বাছাইপর্বের ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে খেলবেন জামালরা।

মালদ্বীপের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দল:

পাপ্পু হোসেন, মিতুল মারমা, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, রবিউল হাসান, মুরাদ হাসান, মোহাম্মদ হৃদয়, আলমগীর মোল্লা, জায়েদ আহমেদ, সাজ্জাদ হোসেন, দীপক রায়, আরমান ফয়সাল, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন