হোম খেলাধুলা বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান

বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আলোচনা চলমান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আসন্ন টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাবার কথা জানিয়েছিলেন। তার একদিন পর রবিবারই অবশ্য টুর্নামেন্টে খেলার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফায়, মোহাম্মদ সালমান মির্জা, সাহেবজাদা ফারহান ও উসমান তারিকরা প্রথমবারের মতো বড় আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন।

বিগ ব্যাশে বাজে নৈপুণ্যের পরও দলটিতে ফিরেছেন বাবর আজম। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন ফাহিম আশরাফ, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান হাইব্রিড মডেল অনুযায়ী টুর্নামেন্টে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুটি নকআউট ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। অন্যথায়, সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি। কলম্বোতে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

এর আগে গতকাল মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণের অভিযোগ তুলে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। বয়কট প্রসঙ্গ নিয়ে সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি ফিরে এলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারের অধীন, আইসিসির নয়।’

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন