হোম খেলাধুলা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পর্তুগিজ তারকা

ফুটবল বিশ্বকাপ :

এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তা সেলেকাও শিবিরে। উরুর ইনজুরিতে আসর থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার নুনো মেন্ডেস।

মিশন কাতারে ঘানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না নুনো। ক্লাব পিএসজি থেকেই উরুর ইনজুরি সঙ্গী করে নিয়ে আসায় এ ফুলব্যাককে রাখা হয়েছিল বিশ্রামে।

এরপর শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে যখন সুযোগ পেলেন, তখন তিনি ঠিকমতো শেষ করতে পারেননি প্রথমার্ধের খেলাও। পুরানো চোটের যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েন তিনি। দলের চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন ৪২ মিনিটে। সেসময় তার ভবিষ্যত সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া না গেলেও, পরবর্তীতে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, দুই মাসের বিশ্রামে যেতে হবে নুনোকে।

অর্থাৎ কাতার বিশ্বকাপে দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না পিএসজির এ ডিফেন্ডার। তার বিষয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ইতালির ক্রীড়া সাংবাদিক ফাবরিজিও রোমানো জানান, উরুর ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন নুনো মেন্ডেস। এটা নিশ্চিত যে, এ যাত্রায় শেষ তার কাতার বিশ্বকাপ। মাঠে নামতে না পারলেও তিনি দলের সঙ্গেই থাকবেন বাকি সময়। ক্লাব পিএসজির মেডিকেল স্টাফরা কাতারে এসে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।

গ্রুপ ‘এইচ’ থেকে এরইমধ্যে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারানোর পরে উরুগুয়েকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের শীর্ষেই। শুক্রবার (০২ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে জানা যাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়ে নকআউটে যাচ্ছেন।

শেষ ষোলোতে পর্তুগিজদের সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড অথবা সার্বিয়া। ৩ ডিসেম্বর শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ২২তম আসরের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন