স্পোর্টস ডেস্ক:
ফুটবল ও ভালোবাসাকে একসঙ্গে বাঁধতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে রোনালদোর সামনে এখন দুটি বড় স্বপ্ন—শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি তিনি অনেকদিন ধরেই ভাবছিলেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘটে যাওয়া এক আবেগঘন মুহূর্তেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
তিনি জানান, একদিন তাদের সন্তানরা সরাসরি প্রশ্ন করে বসে—‘বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?’
সন্তানদের সেই নিষ্পাপ প্রশ্ন যেন রোনালদোর হৃদয় ছুঁয়ে যায়। এরপরই শুরু হয় জীবনের নতুন অধ্যায়।
২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করেন—হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার মূল্য প্রায় ৫০ লাখ ডলার।
ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।
রোনালদোর পরিকল্পনা অনুযায়ী, তাদের বিয়ের দিনটি হবে একেবারে বিশেষ।
তিনি চান, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ—বিশ্বকাপের সঙ্গে সেই দিনটির প্রতীকী সংযোগ থাকুক। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ শেষে, ট্রফি হাতে নিয়েই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন এই তারকা ফুটবলার।
সব কিছু পরিকল্পনামতো হলে, এটি হবে রোনালদোর দুই দশকের ফুটবল যাত্রার এক রোমাঞ্চকর সমাপ্তি—একদিকে মাঠে সম্ভাব্য শেষ বিশ্বকাপের লড়াই, অন্যদিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধনের সূচনা।
