হোম খেলাধুলা বিশ্বকাপে আফগানিস্তানের দায়িত্বে থাকা অ্যানালিস্ট এবার বাংলাদেশ শিবিরে

স্পোর্টস ডেস্ক:

ভারত বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করা মহসিন শেখ পারভেজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে টাইগারদের ডাগআউটে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আর স্পিন কোচ রঙ্গনা হেরাথের মতো বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। তার স্থলাভিষিক্ত হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মহসিনকে নিয়ো দিয়েছে বিসিবি।

২০০৩-০৪ সালে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে যুব দলের সঙ্গে কাজ করেছিলেন মহসিন। এরপর সে চাকরি ছেড়ে তিনি পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে স্থায়ীভাবে বসবাসও করতে থাকেন পাকিস্তানি বংশোদ্ভূত এই পারফরম্যান্স অ্যানালিস্ট।

সবশেষ ভারত বিশ্বকাপে আফগানিস্তানের দায়িত্ব পালন করার আগে আইপিএল, পিএসএল, বিপিএল ও টি-টেনের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

আপাতত নিউজিল্যান্ড সফরের দায়িত্ব পেলেও মহসিনকে দুই বছরের জন্য রেখে দিতে চায় বিসিবি। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা মহসিনকে নিউজিল্যান্ড সিরিজের আপাতত নিয়োগ দিয়েছি। তার কাজ দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা যাকেই নিয়োগ দেব, তার সঙ্গে চুক্তি হবে দুই বছরের।’

আগামী ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২০ ডিসেম্বর দ্বিতীয় আর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তিন দিনের বিরতি দিয়ে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন