আন্তর্জাতিক ডেস্ক :
চলতি সপ্তাহের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তানে আলোচনায় বসবেন। রুশ প্রেসিডেন্টের দাফতরিক ভবন ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেইন যুদ্ধ ও অন্যান্য ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়’ নিয়ে আলোচনা করবেন তারা।
পশ্চিমা বিশ্বের কাছে এই বৈঠক একটি ‘বিকল্প’ তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজাখস্তানে তিন দিনের সফর শুরু করছেন। করোনা শুরুর পর থেকে শি’য়ের এটিই প্রথম বিদেশ সফর।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিনি উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সম্মেলন ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিবিসি।
চীন ও রাশিয়া দীর্ঘদিন থেকেই এসসিও পশ্চিমা বহুজাতিক গোষ্ঠীর একটি বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছে।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র ইউরি উশাকভ বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ভারত, পাকিস্তান, তুরস্ক এবং ইরানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন। তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকটি ‘বিশেষ’।
এর আগে গত ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকসে বৈঠক করেছিলেন পুতিন-শি। এবার দ্বিতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠক করতে চলেছেন পুতিন।
