হোম জাতীয় বিমান বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনে গুরুত্ব দিলেন বাহিনী প্রধান

জাতীয় ডেস্ক :

পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনী সদস্যদের মানবিক গুণাবলি অর্জনে গুরুত্ব দিলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

বিমান বাহিনীর ৮০তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, বাহিনীর সদস্যদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে হবে।

মেঘমুক্ত আকাশে বৃহস্পতিবার (২ জুন) যশোরের বিমান বাহিনী একাডেমিতে মনোমুগ্ধকর প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২২।

বিমানবাহিনীর সদস্যদের এই কুচকাওয়াজের মাধ্যমে ৯ নারী অফিসার ক্যাডেটসহ মোট ৩০ জন কমিশন লাভ করেন। পরে ৮০তম বাফা কোর্সের গ্রাজুয়েট অফিসারদের ট্রফি, ফ্লাইং ব্যাজ ও সম্মানসূচক তরোবারি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনী প্রধান বলেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, বাড়ানো হচ্ছে প্রযুক্তির ব্যবহার। কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের দেশের সেবায় সবসময় নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দেশের জন্য দায়িত্বশীলতার সঙ্গে বিমানবাহিনীর কাজের কথা উল্লেখ করেন তিনি।

বিমানবাহিনী প্রধান বলেন, বৈমানিকদের সময় উপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকল্পে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ঘোষণা করেন। শিগগিরই এই অত্যাধুনিক বিমান দিয়ে আমাদের অফিসার ক্যাডেটরা তাদের মৌলিক প্রশিক্ষণ শুরু করবে। বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

এরপর শুরু হয় মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট। চৌকস ফ্লাইট ক্যাপ্টেনদের পরিচালনায় আকাশে বর্ণিল নকশা তৈরি করে বাহিনীর আধুনিক সব বিমান।

সূচনালগ্ন থেকে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে এখনো পর্যন্ত ২ হাজার ৩শ ৭৮ জন প্রশিক্ষণার্থী কমিশন লাভ করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন