হোম খেলাধুলা বিমান ও নৌবাহিনীর বড় জয়ে শুরু বিজয় দিবস হকি

বিমান ও নৌবাহিনীর বড় জয়ে শুরু বিজয় দিবস হকি

কর্তৃক Editor
০ মন্তব্য 580 ভিউজ

সংকল্প ডেক্স :

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হকি। উদ্বোধনী দিনে শুভসূচনা করেছে বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। বিমানবাহিনী ৫-২ গোলে সোনালী ব্যাংককে এবং নৌবাহিনী ৭-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর দেবাশীষ ৩টি, আরশাদ হোসেন ও সোহানুর রহমান একটি করে গোল করেন। বিজিত দলের গোল করেছেন নাঈম উদ্দিন এবং রকি।

দ্বিতীয় খেলায় নৌবাহিনীর মাইনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। অন্য গোলগুলো করেছেন ফজলে হোসেন রাব্বি খোরশেদুর রহমান এবং রোমান সরকার। বিজিত দলের মহসিন এবং আমিরুল ইসলাম গোল করেন।

এই প্রতিযোগিতা থেকেই আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই করা হবে। শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, সম্পাদক বদরুল ইসলাম দিপু।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন