খেলাধূলা ডেস্ক :
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়।
প্রথম ক্রিকেটার হিসেবে এই বিপিএলেই শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
চট্টগ্রাম পর্বের শেষ দিনে শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার নজির গড়েন ফরচুন বরিশালের বিজয়। নিজের শততম ম্যাচে ৮ বলে ৬ রান করেছেন তিনি।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী আসর থেকেই খেলছেন বিজয়। এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ২১ দশমিক ৮৪ গড়ে ১৯২২ রান করেছেন তিনি। ৮টি হাফ সেঞ্চুরি করা এ ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৩। উইকেটের পেছনে ৪২টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং আছে বিজয়ের।
মুশফিক ও বিজয়ের পর বিপিএলে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।