খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এখন দলগুলো অবস্থান করছে চট্টগ্রামে। শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আকস্মিক মিটিংয়ে বসেছিলেন বিসিবি কর্তারা। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার মিটিং শেষে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তারা জানান, বিপিএলের ফাইনালের আগে থাকছে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান। ২০২৩ সালের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১৬ তারিখ।
এ সময় গণমাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমরা আজ সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ-আলোচনা করেছি।’
এই সময় সাংবাদিকরা জানতে চান বিপিএলে সমাপনী অনুষ্ঠান হবে কি-না। সেই প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘গত দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে’তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’
এদিকে নিজামউদ্দিনকে প্রশ্ন করা হয় বিপিএল আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট কি-না। জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের আয়োজন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। বোর্ড সভাপতিও আপনাদের আগে বলেছেন, আমরা যে প্ল্যান নিয়ে এগুচ্ছি, সেটাতেই সন্তুষ্ট।’
