হোম খেলাধুলা বিপিএলেও বিশ্বকাপ মাথায় থাকবে শরিফুলের

বিপিএলেও বিশ্বকাপ মাথায় থাকবে শরিফুলের

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন মৌসুম। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের বিপিএল পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিপিএলকে বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

২০২৩ সালটা দারুণ কেটেছে শরিফুলের। পুরো বছর জুড়েই বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। বলতে গেলে, নিজের সেরা সময় পার করছেন শরিফুল। বাঁহাতি এই পেসার বিপিএলেও এই ছন্দ ধরে রাখতে চান। আর বিপিএলের ফর্ম বিশ্বকাপে কাজে লাগাতে চান।

সোমবার (১৫ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল বলেন, ‘(এবারের বিপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপে) অবশ্যই অনেক সাহায্য করবে কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার।’

এছাড়া বিপিএলে নিজের ফর্ম ধরে রেখে ফিট থেকে খেলে যেতে চান শরিফুল। তিনি বলেন, ‘যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।’

এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন শরিফুল। বিপিএল শুরু হওয়ার আগে দল নিয়ে প্রাথমিক লক্ষ্যের কথাও বলেছেন এই পেসার। শরিফুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে (প্লে–অফে) উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দেশি প্লেয়াররা যদি ভালো করে, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করে, তাহলে আমরা ভালো করব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন