জাতীয় ডেস্ক :
চার ঘণ্টা পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একাংশে বিদ্যুৎ ফিরেছে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তরা, গুলশান, বারিধারা ও মিরপুরসহ কয়েকটি এলাকায় সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সচিবালয়ের ফটক এবং বাইরের দেয়ালে বাতি জ্বলতে দেখা গেছে। তবে ভেতরে ভবনে বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
এ ছাড়া বিদ্যুৎ ভবনে বিকেল ৫টা ৪২ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ ভবনের ভেতরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিকেলে জানান, জাতীয় গ্রিড ঠিক থেকে একটু সময় লাগলেও কেপিআইভুক্ত ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল গ্রিড ঠিক করতে একটু সময় লাগবে। আমার মনে হয় ২-৩ ঘণ্টার আগে ঠিক হবে না, সময় লাগবে। আমরা রিকভার করার চেষ্টা করছি। সন্ধ্যার মধ্যে আমরা চেষ্টা করছি রিকভার করার। অন্তত আমাদের যেসব সেন্সিটিভ এলাকা আছে, কেপিআইভুক্ত, ওইগুলোতে আমরা বিদ্যুৎ সরবরাহ শুরু করে দেব।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাত ৯টার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছিলেন।
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে দুপর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
