জাতীয় ডেস্ক :
পাবনার দর উপজেলায় ঘরের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহানারা খাতুন (৫২) ও তাদের মেয়ে আলেছা খাতুন (৩৫)।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ঘরের তারে কাপড় শুকাতে দেয়ার সময় ছেঁড়া তারে প্রথমে আলেছা বিদুৎস্পৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা জাহানারা খাতুনও বিদুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনা ইউডি মামলা হয়েছে।
