হোম ফিচার বিদেশিদের হস্তক্ষেপ মানবে না যুব সমাজ: পরশ

রাজনীতি ডেস্ক:

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ দেশের যুব সমাজ তা মেনে নেবে না।

শনিবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় মহানগর দক্ষিণ যুবলীগের ঢাকা-৪ সংসদীয় আসনের ৭টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী দেশের সব কিছু চলবে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়াত দলের মধ্যে ঢুকে সংগঠনকে দুর্বল করে ফাটল ধরানোর চেষ্টা করছে। সব চক্রান্ত প্রতিরোধ করা হবে। অনুপ্রবেশকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র করছে। বিএনপি জানে তত্ত্বাবধায়ক সরকার অবাস্তব দাবি। আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন