হোম খেলাধুলা বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটারেরা

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটারেরা

কর্তৃক Editor
০ মন্তব্য 582 ভিউজ

স্পোর্টস ডেস্ক :

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, মুক্তির আনন্দের দিন। বিজয়ের এই বিশেষ দিনে দেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা।

১৯৭১ সালের আজকের দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয় বাংলা, বাংলার জয়’।

মহান বিজয় দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটারেরা। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাকিব আল হাসান লিখেছেন, ‘১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাঁদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই নয়, আমার অস্তিত্ব, আমার অনুভুতি,আমার ভালোবাসা। আমি মরেও বার বার চাইব এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ’৭১-এর সাহসী সব শহিদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

পেসার রুবেল লিখেছেন, ‘আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির অহংকার। এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা। যাঁদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা, তাঁদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা ও সালাম।’

নিজের একটি ছবি পোস্ট করে সৌম্য সরকারও জানিয়েছেন বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন