হোম অর্থ ও বাণিজ্য বিগ ২০২৩: সেরা ৫২ স্টার্টআপ পেল ৭ কোটি টাকা

বাণিজ্য ডেস্ক:

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। এ বছর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এ সেরা ৫২ স্টার্টআপ পেয়েছে ৭ কোটি টাকার অনুদান। আর ৫০ স্টার্টআপ পেয়েছে ১০ লাখ করে ৫ কোটি টাকা; যৌথভাবে বিজয়ী ২ স্টার্টআপ পেয়েছে ১ কোটি করে ২ কোটি টাকা।

শনিবার (১৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেয়া হয়।

‘ডেয়ার টু স্ট্যান্ড বিগ’ স্লোগান নিয়ে আয়োজিত বিগ ২০২৩ এর সারাদেশে ক্যাম্পেইন শেষে প্রাথমিক পর্যায়ে ৬৮৪৬টি স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে।

এবারের বিগ ২০২৩ এ প্রাথমিকভাবে ৬টি স্ক্রিনিং টিম গঠন করে নিবন্ধিত স্টার্টআপদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২২৪টি স্টার্টআপকে অনলাইন পিচিং রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। অবশেষে, ৫টি প্যানেলে অনলাইন পিচিং রাউন্ড শেষে মোট ১০৩টি স্টার্টআপ যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত বিগের ৩দিনব্যাপী বুটক্যাম্পে গত ৯-১১ জুন তারিখে অংশ নেয়। পরবর্তীতে ৫টি প্যানেলের জাজিং রাউন্ড শেষে পাওয়া যায় ৫২টি সেরা স্টার্টআপ। সবশেষে, বিজয়ী ‘ওয়ান বিগ উইনার ২০২৩’ সহ অন্যান্য বিজয়ী স্টার্টআপদের সম্মাননা প্রদানসহ তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ৫০ স্টার্টআপ পেয়েছে ১০ লাখ করে ৫ কোটি টাকার অনুদান এবং যৌথভাবে বিজয়ী ২ স্টার্টআপ পেয়েছে ১ কোটি করে ২ কোটি টাকা। যৌথভাবে বিজয়ীরা হলেন- মার্কোপলো এআই ও ফ্রেবিক্স লাগবে লিমিটেড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন