জাতীয় ডেস্ক :
প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল নামলেই সীমান্তে বিউগলের ধ্বনিতে হৃদয়ে জেগে ওঠে বন্ধুত্বের সুর। এই দুই দিনে বাংলাদেশ-ভারত সীমান্তে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
মনোমুগ্ধকর সেই কুচকাওয়াজ পরিদর্শন করতে পারেন দুই দেশের সাধারণ মানুষ। কাঁটাতারের বেড়াজাল ভেদ করে হৃদয় আবেগে মিশে যায় দুই দেশ।
ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজলেই দুই দেশের সীমান্ত দরজায় অপেক্ষা করেন অসংখ্য মানুষ। সাড়ে চারটায় খুলে যায় সীমান্তের দরজা। নো ম্যানস ল্যান্ডের বাংলাদেশ অংশের গ্যালারিতে তখন মুহুর্মুহু করতালি আর জয় বাংলা ধ্বনি মুখরিত হয়। সীমান্তের অতন্দ্র প্রহরীদের কুচকাওয়াজ আর বিউগল ধ্বনি জাগ্রত করে মোহনীয় উত্তেজনা।
কুচকাওয়াজ শেষে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধানের মিলন আর উপহার প্রদান স্মরণ করিয়ে দেয় জাতির পিতার পররাষ্ট্রনীতি।
সবশেষে সূর্যাস্তের সঙ্গে দুই দেশের জাতীয় পতাকা নেমে যায়। গ্যালারিতে দাঁড়িয়ে স্ব স্ব দেশের প্রতি সস্মান প্রদর্শন করেন সবাই। শিশিরের শব্দমাখা সন্ধায় দেশ মাতৃকার বুকে ফিরে আসে দুই দেশের মানুষ।