হোম জাতীয় বিএনপি নির্বাচনী মাঠে না নামলেও খেলা হবে: পরিকল্পনামন্ত্রী

জাতীয় ডেস্ক :

বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসুক, জনগণ যদি তাদের ভোট দেয় তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে।

বিএনপি নেতা মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ করেছেন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির এ অভিযোগ করার জন্য জায়গা আছে, আদালত আছে। আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এ দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। জনগণের আদালত প্রতি পাঁচ বছর পরপর নির্বাচনের মাধ্যমে বসে। সে আদালতে আসতে হবে। তখন যদি বিএনপি নেতারা বলেন নির্বাচন হবে না, এটা হবে না। এটা জনগণ মানবে না। এইগুলা গ্রহণযোগ্য কথা নয়। এভাবে রাজনীতি করা যায় না।

হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে কোন্ আয়ের কত লোক আছে এবং সবার শারীরিক-মানসিক অবস্থা কেমন– এর মাত্রা নির্ধারণ করে এর মাধ্যমে একটি জাতীয় চিত্র আগামী বছরের শুরুতে তুলে ধরা হবে। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন; এছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন