জাতীয় ডেস্ক :
বিএনপি-জামায়াত হায়েনার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘বিএনপি-জামায়াতসহ জনগণ-বিবর্জিত শক্তিগুলো হায়েনার রূপ নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। বৈশ্বিক ও রাষ্ট্রীয় অর্থনৈতিক সংকটের সময়ে এই অপশক্তিগুলো দেশের বিপক্ষে অবস্থান নিয়ে বিতর্কিত কথা বলছে এবং লাঠিসোটা নিয়ে আঘাত করছে।’
তিনি আরও বলেন, ‘এটা প্রকৃত রাজনীতি হতে পারে না। দেশের দুঃসময়ে সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের পাশে থাকাই হচ্ছে সত্যিকারের রাজনীতি। এই অপশক্তিগুলোকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে দেশের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।’
এসময় করোনা মহামারীসহ দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা সাফল্যের কথাও তুলে ধরেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
পরে সন্ধ্যায় সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তিনি।
