নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের স ালনায় এতে বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কিসমোতুল বারী, দপ্তর সম্পাদক খায়রুল আলম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ হাবিবুল্লাহ, বিএনপি নেতা সাইলুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজু আহমেদ জাকির প্রমুখ।
বক্তারা বলেন, এই সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জনজীবন। সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে যার কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারন মানুষ এখন অতিকষ্টে জীবন যাপন করছে। এ সময় তারা এই সরকারকে দ্রুত পদত্যাগ করে সুষ্ট, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহবান জানান।
একই সাথে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রনসহ গণতন্ত্রের বাতিঘর ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার জোর দাবী জানান বক্তারা। ইফতারমাহফিলে এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।