ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জননেতা মসিউর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল ময়দানে বিকাল ৩ টায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জনাব অধ্যক্ষ সোহরাব উদ্দীন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এস.এম মশিয়ুর রহমান, কেন্দ্রীয় মৎস্য জীবিদলের যুগ্ম আহবায়ক ওয়াজেদ আলী, কেন্দ্রীয় কৃষকদলের সহ সম্পাদক ইঞ্জি: মমিনুর রহমান, ঝিনাইদহ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃশামসুর রহমান,সদর উপজেলা যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মসিউর রহমানের কনিষ্ঠ পুত্র শোয়াইব রহমান বাপ্পি সহ প্রমুখ।
শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা মসিউর রহমান ছিলেন বিএনপির এমন একজন নেতা যিনি বিএনপির জন্য একজন নিবেদিত প্রান ব্যাক্তি ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে সারা দেশের সব চাইতে সাহসী নেতা কারা যদি সেইটা বলতে হয় তবে তার মধ্যে জননেতা মসিউর রহসান অন্যতম। আজ সেই নেতাকে আমরা হারিয়ে ফেলেছি, যা বিএনপির জন্য অপুরনীয় ক্ষতি জানিনা এ ক্ষতি আমরা বিএনপি পরিবার কি করে পুরণ করবো। মহাকুমা থেকে জেলায় রুপান্তরিত হওয়া অবেহালায় পড়ে থাকা এই ঝিনাইদহকে নানান সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন প্রতিষ্ঠান নেই যা তিনি তৈরি করেননি, ঝিনাইদহের মানুষ কিভাবে সুখি থাকবে সেই চিন্তায় তিনি সময় পার করতেন, তিনি আরো বলেন, সত্যি বলছি তিনি আপনাদের খুব ভালবাসতেন এই ঝিনাইদহের মানুষ বলতে তিনি পাগল ছিলেন, ঝিনাইদহের উন্নতির জন্য তিনি পাগল ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মসিউর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব ডা: ইব্রাহীম রহমান বাবু।
