অনলাইন ডেস্ক :
১২ নভেম্বর বিএনপির গণ মহাসমাবেশকে কেন্দ্র করে শুধুমাত্র ফরিদপুর জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতি। শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ অন্য জেলায় বাস চলাচল করলেও ফরিদপুরের উদ্যোশে ছেড়ে যায়নি কোন পরিবহন।
ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবীতে এই পরিবহনের ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি।
বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, উচ্চ আদালতে নিষেধ থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এই দাবীতেই শুধুমাত্র ফরিদপুর জেলায় দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে ফরিদপুরগামী যাত্রীরা পড়েন দুর্ভোগ আর ভোগান্তিতে।
এদিকে মাদারীপুর জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ১২ নভেম্বরের ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশে মাদারীপুর থেকে নেতা-কর্মীদের যাতায়াতের বাঁধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে সরকার দলীয় লোকজন জড়িত বলেও দাবী করেন বিএনপির নেতারা।
