হোম খুলনাবাগেরহাট বিএনপিতে যোগ দিলেন জাতীয় পাটির সাবেক এমপি প্রার্থী

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পাটির সাবেক এমপি প্রার্থী

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ
জসিম উদ্দিন:
জাতীয় পাটি থেকে বাগেরহাট-৩ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী ও মোংলা উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার(২৪ জানুয়ারী)  রাতে বিএনপির  বাগেরহাট জেলা কাযালয়ে  জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিময়ের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদেন তিনি। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারী তালুকদার আক্তার ফারুক একজন ব্যবসায়ী।  তিনি দির্ঘ দিন জাতীয় পাটির দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা সহ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। জাতীয় পাটির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন বহু বছর ধরে। তবে বর্তমানে তিনি জাতীয় পাটির কোন পদে নেই।
জাতীয় পার্টি  থেকে টি এ ফারুক আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম বলেন,  টিএ ফারুক দির্ঘ দিন রাজনীতি করছেন। তিনি বিএনপিতে যোগদান করায়  চলমান সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট বাড়বে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন