হোম অন্যান্যশিক্ষা বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

নিউজ ডেস্ক:
সরকারি মাধ‍্যমিক বিদ‍্যালয়ে বার্ষিক পরীক্ষা না নিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষা চলমান রাখতে সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়ে পরিপত্রে বলা হয়, এমন কোনো ঘটনা ঘটলে সরেজমিনে তদন্ত করে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবী ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের মাধ্যমে মাউশিতে প্রেরণ করতে হবে।

প্রসঙ্গত, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি বলে খবর পাওয়া যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন