হোম অন্যান্যসারাদেশ বারবাজার প্রার্থনা(প্রাঃ) হাসপাতালের আড়ালে ডায়াগনস্টিকের রমরমা ব্যাবসা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রার্থনা প্রাইভেট হাসপাতালের আড়ালে ডায়াগনষ্টিক পরীক্ষা নিরিক্ষার রমরমা ব্যবসা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বারবাজার ও তার আশেপাশের এলাকার জনগণের স্বাস্থ্য সেবায় নিয়মবর্হিভূতভাবে কাজ করে গেলেও কতৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে।

প্রাইভেট হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স থাকলেও ডায়াগনস্টিক ব্যাবসা করার জন্য সরকারী অনুমোদন বা লাইসেন্স এ প্রতিষ্ঠানের নেয়। মূলত ক্লিনিক ব্যবসার আড়ালে ডায়াগনস্টিক ব্যবসা পরিচালনা করছেন প্রতিষ্ঠানটির একাধিক স্বত্বাধিকারী। আবার ডায়াগনস্টিক সেন্টারের জন্য অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ান থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটিতে তা লক্ষ করা যায়নি।স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গের চোখ ফাঁকি দিয়ে় অনায়াসে প্রতিষ্ঠানটি নানা রোগের পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। প্রার্থনা ডায়াগনস্টিক প্রাঃ হাসপাতালে ভর্তি রোগীদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা যায়।

২৫ আগস্ট ২০২২ তারিখ প্রার্থনা প্রাঃ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পিংকি খাতুন(ছদ্মনাম) নামের একজন রোগী। তার সাথে কথা হলে তিনি জানান,আমি দেখলাম কালীগঞ্জে যেয়ে লাভ কি,প্রার্থনাতে যখন সব পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তখন এখানেই করে ফেলি ।

শুধু তাই নয়, প্রার্থনা প্রাঃ হাসপাতাল পরিচালনার জন্য যেসব নিয়ম মেনে চলার বিধিবিধান রয়েছে তাও মানা হচ্ছে না। একদিকে ডিপ্লোমা ডিগ্রীধারী নার্স নেয়, অন্যদিকে সার্বক্ষনিক ডাক্তারও পাওয়া যায় না অনেক সময়। প্রতিষ্ঠানটির ভবনে বড় ব্যানার ঝুলিয়ে অনুমোদনহী ডায়াগনস্টিক সেন্টারের প্রচারণাও চলছে বেশ জোরেশোরে। দেখভালের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নজর নেই সেদিকে।

অনুমোদনহীন ডায়াগনস্টিক ব্যাবসা পরিচালনার ব্যাপারে প্রতিষ্ঠানটির একজন স্বত্বাধিকারী মোঃ ফিরোজুল হকের সাথে কথা বলে জানা যায়,ডায়াগনস্টিক ব্যাবসা পরিচালনার জন্য প্রার্থনা প্রাঃ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর অনুমোদন আছে কিনা আমার জানা নেয়।তাছাড়া আল্ট্রাসনোগ্রাফী করারা জন্য অনুমোদনের প্রয়োজন হয় না।

এব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান,প্রার্থনা ডায়াগনেষ্টিক সেন্টারের ব্যবসা পরিচালনার সরকারী কোন অনুমোদন নাই। অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহন করা হবে।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ শুভ্র রানী দেবনাথ বলেন, স্বাস্থ্য অধিদপ্তের নিয়মনীতি বর্হিহূতভাবে গজিয়ে উঠা ক্লিনিকি ও ডায়াগনেষ্টিক সেন্টারের বিরুদ্ধে অতিসত্তর অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন