জাতীয় ডেস্ক:
বাবার থেকে টাকা হাতিয়ে নিতে কক্সবাজারের টেকনাফে নিজেকে অপহরণের ‘নাটক সাজিয়েছেন’ নুরুল আবছার (২৬) নামে এক ছেলে। তবে শেষ পর্যন্ত ওই যুবক পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা। তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে (মঙ্গলবার) পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় নুরুল আবছারকে কালো মাইক্রোবাসে করে টেকনাফ থেকে অপহরণ করে নিয়ে যায় কিছু লোক। এরপর পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
জানা গেছে, ওই অভিযোগের দুই দিন আগে কয়েকজন বন্ধু নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজারে যান তিনি। সেখান থেকে বাবার কাছে কল করে ৭৪ হাজার টাকা নেন। এরপর বলেন, তাকে (আবছারকে) অপহরণ করা হয়েছে। জীবিত পেতে হলে দিতে হবে পাঁচ লাখ টাকা। এরপর তার মুখে কালো কাপড় পরানো কিছু ছবি পাঠায় পরিবারের কাছে।
পুলিশ জানায়, শুরুতে বাবার কাছে মুক্তিপণের জন্য নুরুল আবছার পাঁচ লাখ টাকা দাবি করেন। এরপর টাকার অঙ্ক কমিয়ে দেন। বিষয়টি শুনে পুলিশ তার মোবাইল ট্র্যাক করে। প্রথমে কক্সবাজারে তার অবস্থান দেখা গেলেও পরে চট্টগ্রামে মরিয়াম হোটেলে অবস্থান নিশ্চিত হয়। পরে কৌশলে পরিবারের পক্ষ থেকে পাঠানো টাকা নেওয়ার কথা বলে তাকে ধরা হয়।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, আত্মগোপনে গিয়ে বাবার কাছ থেকে অর্থ আদায়ের জন্য অপহরণের নাটক সাজান। সাধারণ ডায়েরির পর তদন্ত করি। জিজ্ঞাসাবাদে দেনার জন্য অপহরণ এবং মুক্তিপণের নাটক সাজানোর কথা জানান। চট্টগ্রাম থেকে তাকে ধরা হয়। পরিবারে সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।