হোম অর্থ ও বাণিজ্য বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

অনলাইন ডেস্ক:

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দু-তিনটি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তবে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে। পণ্য দুটির দামও কিছুটা কমেছে।

রোববার সরেজমিন দেখা গেছে, তিন-চার দিন ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ কমেছে।

জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট ছিল। এরপর সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) কমালে সরবরাহ কিছুটা বেড়েছিল। সম্প্রতি আবার সংকট দেখা দিয়েছে।

এক ক্রেতা জানান, বাজারের বেশ কয়েকটি দোকান ঘুরেও কোথাও বোতলজাত সয়াবিন তেল পাননি তিনি। কয়েকদিন ধরেই এ অবস্থা চলছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, যেসব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে, তা–ও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের সরবরাহ ঠিক আছে।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, আগের সপ্তাহের তুলনায় খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪-৫ টাকা ও পাম তেলের দাম ৩-৪ টাকা কমেছে। বর্তমানে এক লিটার খোলা সয়াবিন ১৬৫-১৬৮ টাকা এবং এক লিটার খোলা পাম তেল ১৫৭-১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার বিষয়ে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন