হোম খুলনাবাগেরহাট বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সাথে ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস গণমাধ্যমর্কীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট থানা আমীর এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, তারবিয়াত সেক্রেটারী মো: নুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো: সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গির হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গড়বেন, যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। তবে যুবকদের চাকুরীর আশা করলে হবেনা, তাদের উদ্যোক্তা হতে হবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত না হতে পারলেও সমাজের ভাল কাজের জন্য সবসময় কাজ করে যাবো। তিনি এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন