মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন এস এম অলিউজ্জামান। জানাগেছে, গত ২২নভেম্বর, সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা’র সভাপতিত্বে বাগেরহাট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুসহ সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে জেলা পরিষদের প্রথম সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান-১ হিসাবে নির্বাচিত হন, মোল্লাহাট উপজেলা থেকে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এস এম অলিউজ্জামান। তিনি বিগত পরিষদেও মোল্লাহাট ও চিতলমারী উপজেলা (আংশিক) থেকে সদস্য হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। প্যানেল চেয়ারম্যান-২ এবং ৩ নির্বাচিত হন যথাক্রমে সংরক্ষিত মহিলা সদস্য এ্যাড. শরীফা খানম ও মনিরুজ্জামান ঝুমুর।
এস এম অলিউজ্জামান প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাবেক জেলা পরিষদ সদস্য মনজুর মোল্লাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
