হোম রাজনীতি বাগেরহাটে দুটি আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে আপিল করে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানিতে চারজন প্রার্থিতা ফিরে পেলেন।

তারা হলেন: বাগেরহাট-২ আসনে জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন।

এ ছাড়া বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রার্থিতা ফিরে পেয়েই প্রার্থীরা গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে অফিশিয়ালি এখনও জানা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, বাগেরহাটে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত বাগেরহাটের চারটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ৬ জনের প্রার্থিতা বাতিল হয়। এর মধ্যে ৪ জন প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন