হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাট এলজিইডি’র সড়ক রক্ষণাবেক্ষন কর্মিদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরন।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ রবিবার, (২৭ডিসেম্বর)-সকালে উপজেলা এলজিইডি আয়োজনে, এলজিইডি অফিসের সম্মুখে পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-৩ প্রকল্পের অধিনে, ৭টি ইউনিয়নে ৭০জন আর এম এ কর্মীদের ও নির্বাচিত ৩টি গ্রুপের ৩২জন এলসিএস দের সভাপতি ও সেক্রেটারীদের নিকট নিয়মিত রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩১টি কোদাল, ০৮টি দুরমুজ, ১৫টি দা, ১৪টি হাসুয়া, ৬৭টি ঝুড়ি, ১৫টি কলসি, ৩২টি ছাতা, ৬৪টি সাবান ও সকলের জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।

উক্ত মালামাল বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সিও মোঃ আমিনুল হক, সুপারভাইজার মোঃ রেজাউল হক ও সাধন কুমার বিশ্বাস প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন