হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে শেখ তন্ময় এম.পিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল 

বাগেরহাটের মোল্লাহাটে শেখ তন্ময় এম.পিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল 

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার বিকালে উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়কে নিয়ে জনৈক বিপ্লবের কটুক্তির প্রতিবাদে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল করেছে ।

মিছিলটি গাড়ফা বাজার খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খুলনা- মাওয়া সড়কে শেষ হয়। মিছিল শেষে মহাসড়কে কটুক্তিকারী বিপ্ললবের কুশপুত্তলীকা দাহ করা হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সেলিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে অংশগ্রহন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরী সহ উপজেলা যুবলীগ, সাতটি ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ এবং কে আর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন