হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে র‌্যাবের অভিযানে ১৫২০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক কারবারী আটক

বাগেরহাটের মোল্লাহাটে র‌্যাবের অভিযানে ১৫২০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক কারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 167 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সোমবার বিকালে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর একটি দল মেজর মোঃ আনিস-উজ-জামান ও এএসপি পহন চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলাধীন সোনাপুরা মধ্যপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়ির সামনে থেকে মাদক কারবারী তরিকুল ইসলাম(৩৮) কে আটক করে।

আটককৃত তরিকুলের নিজবাড়ি গোপালগঞ্জ সদরের ইসলামপুর নামক স্থানে। সে দীর্ঘদিন যাবত সোনাপুরা গ্রামে শশুরবাড়ি থেকে মাদক ব্যবসা চালাচ্ছে বলে জানাগেছে। এ সময় তার কাছে ১৫২০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ৩০৬০০০টাকা,৩টি মোবাইল সেট,৫টি সিমকার্ড (যার একটি সিমকার্ডে ৬২০০০ টাকা সংযুক্ত) উদ্ধার করেন। র‌্যাব তাকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আজ বিকালে মোল্লাহাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-১১,তারিখ- ২৯/৯/২০২০।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন