হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মানাধীন গৃহ হস্তান্তর বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বাগেরহাটের মোল্লাহাটে দ্বিতীয় পর্যায়ে ৭০টি গৃহ নির্মান কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

আগামী মঙ্গলবার(২৬ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালী উক্ত ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেসকনফারেন্সের মাধ্যমে মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই সারাদেশে তালিকাভূক্ত উপকারভোগী ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবেনা, পর্যায়ক্রমে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এ গৃহ ও জমি পাবে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে এই গৃহ নির্মিত হচ্ছে। এপর্বে চুনখোলা ইউনিয়নে শাসন গ্রামে ৪০টি ও গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামে ৩০টি ঘর, মোট ৭০টি পরিবার এ ঘর ও জমি পাচ্ছে বলে জানাগেছে। প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

এসময় আরো উস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ও উপকারভোগী বাছাই কমিটির সদস্য সচিব অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও রুবিয়া বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নির্মানকাজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মফিজুর রহমানসহ সকল ইউপি চেয়ারম্যান, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন