হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের, আসামীদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

মোল্লাহাট,(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রবিউল মোল্লার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ফুফাত ভাই পান্নু শেখ বাদি হয়ে ২৪ জন আসামীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনের নামে এ মামলা মোল্লাহাট থানায় দায়ের করে। যাহার নং-১৬, তারিখ-২২/৫/২০২১।

আসামীদের মধ্যে ২জনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকি আসামীরা ঘর/বাড়ি ফেলে রেখে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে আসামীদের অনুপস্থিতিতে তাদের ঘর/বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মুঠোফোনে সংবাদ পেয়ে মঙ্গলবার(২৫মে)ঘটনাস্থলে যেয়ে দেখা যায় ৩টা একতলা ভবনের কেচিগেট ও দেওয়াল ভেঙ্গে এবং কয়েকটি টিনের ঘরের দরজা/বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করা হয়েছে, টেলিভিশন, আলমারী, ট্রাঙ্ক মোটর সাইকেল সবই ভেঙ্গে ফেলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে প্রতিবেদককে জানায়, লুটপাট ও ভাংচুরের ঘটনায় তৃতীয় একটি পক্ষ সুযোগ নিয়েছে। তারা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীরের কাছে জানতে চাইলে তিনি জানান, হত্যাকান্ডের ঘটনায় উত্তেজিত কিছু লোক রাতে ঘর/বাড়ি ভাংচুরের চেষ্টা করে কিন্তু আমার কাছে খবর আশার সাথে সাথে ফোর্স পাঠিয়ে বিষয়টি নিয়ন্ত্রন করা হয়।

বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। হত্যা মামলার বাকি আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে এছাড়া এঘটনায় কেউ যদি ঘর/বাড়ি ভাংচুর বা জানমালের ক্ষয়ক্ষতি করে, তদন্তপূর্বক তার বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন