হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ।

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার (২৩জুন) সকালে, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্র্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসাবে, আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী এবং আনসার ও ভিডিপি উপঃ প্রশিক্ষক হাফেজা খানম উপজেলাধীন ১শত ২৪টি গ্রামের সদস্যদের প্রত্যেকের হাতে ২টি করে মোট ২শত ৪৮টি গাছের চারা তুলে দেন এবং চারাগুলো রোপন করে সঠিক পদ্ধতিতে যতœ নেওয়ার আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপজেলার প্রধান কোম্পানী কমান্ডার শেখ দেলোয়ার হোসেন, ইউনিয়ন দলপতি আইয়ুব আলী মোল্লা, মোঃ হাবিবুর রহমান, ইবাদত সরদার, মোঃ ওসিকার রহমান, মোঃ হাবিবুল্লাহ, মোঃ মোহায়মেন, দলনেত্রী রাফেজা আক্তার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন