বাগেরহাট অফিস :
বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকা থেকে গাজাসহ হাবিবুর গাজীকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে ইপিজেড এলাকার আরপি কনেষ্ট্রাকশন সাইট সংলগ্ন থেকে সাড়ে ৭শ গ্রাম গাজাসহ তাকে আটক করে। আটক হাবিবুর গাজী সাতক্ষিরা জেলার আশাশুনী থানার বড়দল গ্রামের মানিক গাজীর ছেলে ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মোংলা বন্দর সংলগ্ন ইপিজেড এলাকায় একটি কনেষ্ট্রাকশন কোম্পানীর নির্মান শ্রমিকদের থাকার ঘরে অবৈধ ভাবে মাদক বেচা-কেনা চলছে এমন গোপন সংবাদের সুত্রধরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।
ওই এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী হাবিবুর গাজী পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে আটক করে এবং ওখানে তল্লাশী চালিয়ে দুইটি জায়গায় রক্ষিত ২২টি প্যাকেটজাত করা মোট সাড়ে ৭শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটক হাবিবুর গাজী বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।