বাণিজ্য ডেস্ক :
পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগষ্ট) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুরদর-ই-খুদা মিলন সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেন।
পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) সরকারি ছুটি থাকায় উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে একদিনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী বুধবার (১০ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।
