হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাথমানবাধিকার কালীগঞ্জ উপজেলা শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি শনিবার বিকাল চারটায় কালিগঞ্জ সংস্থার অস্থায়ী কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, সহ-সভাপতি গোবিন্দ লাল সরদার, কোষাধ্যাক্ষ দিলীপ কুমার সরকার, নির্বাহী সদস্য ইউনুস আলী মোড়ল, দ্বীনবন্ধু অধিকারী মন্টু, গোপাল ব্যানার্জি, দিলরুবা পারভীন ডলি, মোস্তাফিজুর রহমান তুতু, জি এম আনোয়ার উস সাদাত সজীব প্রমূখ।

সভার শুরুতে সংস্থার সভাপতি মোসলেম আলী সহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতির বক্তব্যে গাজী জাহাঙ্গীর কবির বলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ এলাকায় মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা এবং সকল প্রকার অন্যায়, অত্যাচার, ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে জনমত গঠন ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। এই সংস্থা বিনা খরচে অসহায় দরিদ্র জনসাধারণের আইনানুগ সাহায্য ও পরামর্শ প্রদান করবে।

সংস্থার সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং কমিটির পরিচিতি প্রশাসনিক সহযোগিতা সহ আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি কেন্দ্রয় কমিটি অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মানবাধিকার কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির নাম ঘোষণা করেন, সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি গোবিন্দলাল সরদার, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ কুতুব উদ্দিন ইব্রাহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক আশেক মেহেদি, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার সরকার, কোষাধ্যাক্ষ দিলীপ কুমার সরকার, নির্বাহী সদস্য সমীর কুমার মন্ডল, ইউনুস আলী মোড়ল, দিনবন্ধু অধিকারী মন্টু, গোপাল ব্যানার্জি, দিলরুবা পারভীন ডলি, মোস্তাফিজুর রহমান তুতু, ও জি এম আনারুল উস সাদাত সজীব।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন