হোম অর্থ ও বাণিজ্য ‘বাংলাদেশের তৈরি পোশাক ফ্যাশন জগতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে’

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ফ্যাশন জগতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিজিএমইএ। ইফতার মাহফিলে দেশের অর্থনৈতিক উন্নতি ও সার্বিক কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলের দোয়ার আগে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান করোনাকালীন সময়ে দেশের অর্থনীতিতে পোশাক শিল্প এবং সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামীদিনগুলোতেও তাদের পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা আমাদের পোশাক শিল্প নিয়ে গর্বিত। এই শিল্পটি শুধুমাত্র যে বাংলাদেশের আর্থ সামাজিক রূপান্তরে গভীর অবদান রাখছে, লাখো লাখো মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনছে, নারীর ক্ষমতায়ন করছে, নারী শিক্ষার পথ প্রশস্ত করছে তাই নয়, বিজিএমইএ গর্বিত যে বাংলাদেশের তৈরি পোশাক এখন ফ্যাশন জগতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

ইফতার মাহফিলে দেশের শীর্ষ ব্যবসায়ীরা, গণমাধ্যমকর্মীরা ও বিজিএমইএ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন