হোম জাতীয় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের এতো উন্নতি। করোনা ও যুদ্ধের মধ্যেও থেমে নেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। দুর্যোগ, দুর্বিপাকেও সশস্ত্র বাহিনীর সহায়তা পায় মানুষ।

সরকারপ্রধান বলেন, নিজেদের সামর্থ্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন