হোম অন্যান্যসারাদেশ বহিরাগত কর্তৃক শিক্ষককে কলার ধরে লাঞ্ছিত করার প্রতিবাদে ছাত্রদের ডিসি অফিস ঘেরাও,বিক্ষোভ

মোস্তফা কামাল, নড়াইল :

বহিরাগত দুই সন্ত্রাসী কর্তৃক নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপমান ও এক সহকারী শিক্ষকের কলার ধরে লাঞ্ছনার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে ছাত্ররা। বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিক্ষুব্ধ ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

লাঞ্ছিত শিক্ষক মঞ্জুর হোসেন সহ কয়েকজন শিক্ষক জানান, কয়েকদিন আগে বিদ্যালয়ের এক ছাত্রকে বহিঃস্কার করা হয়। এই বহিস্কারাদের তুলে নিতে প্রধান শিক্ষককে চাপ দেন পরশ ও নাহিদ নামের দুই যুবক। সেটা না মানায় তারা প্রধান শিক্ষকের উপর তারা খুব্ধ ছিলো। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের আরেক শিফটের ছাত্ররা গেটের বাইরে কেন? এই বিষয় এবং ক্যান্টিনে গাজা বিক্রি হয় এই অযুহাতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। বিষয়টি জানতে চাইলে সহকারী শিক্ষক মঞ্জুর এর কলার ধরে তাকে মারতে উদ্ধত হয়। ছাত্ররা এ ঘটনা দেখার পরই বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসে।

তারা মিছিল করতে করতে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে কার্যালয় ঘেরাও করে। সেখানে কয়েকজন ছাত্র জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদের অভিযোগ তুলে ধরেন।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান দোষীদের শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা বিদ্যালয়ে ফিরে আসে,বিদ্যালয়ে ফিরে তারা পুনরায় বিক্ষোভ করে। পরে সদর থানার ওসি সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে ছাত্ররা আন্দোলন আপাততঃ স্থগিত করে। বিক্ষুব্ধ ছাত্ররা এ ঘটনায় দোষী দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

বহিরাগত পরশ ও নাহিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহমুদুর রহমান বলেন, দোষীদের শাস্তির আশ্বাসে ছাত্ররা আপাততঃ বিক্ষোভ বন্ধ করেছে,বিদ্যালয়ের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান অবশ্য এটাকে তুচ্ছ ঘটনা আখ্যা দিয়ে কথা বলতে চাননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আব্দুল মালেক জেলা প্রশাসকের সাথে বৈঠক করে সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন