হোম অন্যান্যসারাদেশ বসত ভিটার সীমানা গাছ কর্তন নিয়ে ১জন আহত

বসত ভিটার সীমানা গাছ কর্তন নিয়ে ১জন আহত

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

শ্যামনগর সংবাদদাতা :

ঘূর্ণিঝড়ের আঘাতে বসত ভিটার সীমানা গাছ কর্তন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১জন মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। কালীগঞ্জের উত্তর রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন অভিযোগে জানান, সোমবার (১জুন) সকাল আনুঃ ৮টার দিকে আমার বসত ভিটার সীমানায় একই এলাকার ইসমাইল সরদারের ছেলে ইব্রাহিম সরদারের লাম্বু গাছটি হেলে যাওয়ায় কর্তন করার জন্য বার বার তাগিদ দেওয়ার স্বত্বেও না কাটায় বিরোধ বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহিম সরদার, রবিউল ইসলাম ও মুক্তা পারভীন পূর্ব পরিকল্পিতভাবে আবুল হোসেন ও তার পিতার উপরে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ইব্রাহিম সরদার বাঁশের লাঠি দ্বারা আবুল হোসেনের মাথায় সজোরে আঘাত করলে বাম চোখ বরাবর মারাত্মক ফুলা, ফাটা ও গুরুতর রক্তাক্ত জখম হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় প্রতিপক্ষরা আবুল হোসেন ও তার পরিবারকে হুমকি, মিথ্যা মামলা ও হয়রানি করার অপচেষ্টা করা হচ্ছে বলে আবুল হোসেন জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন