জাতীয় ডেস্ক :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হঠাৎ আগুনে চার পরিবারের সাতটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনা সইতে না পেরে ছালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন।
শনিবার (০৬ আগস্ট) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যেপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যেমে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। এ সময় আগুনে চার পরিবারের সাতটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা ফসল, গৃহপালিত পশু, খাবার, আসবাবপত্র, কাপড়, নগদ অর্থসহ তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তাদের পরিবারসহ সবাই খোলা আকাশের নিচে রয়েছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনা সইতে না পেরে ৭০ বছরের এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. শফিকুল ইসলাম বলেন, আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
