স্পোর্টস ডেস্ক:
আর কয়দিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তার আগেই বড় চমক নিয়ে হাজির হয়েছে ফরচুন বরিশাল।
২০২৪ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারকে। ৩৪ বছর বয়সী এ ব্যাটার প্রথম বারের মতো খেলবেন বিপিএলে।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে যে কজন ব্যাটার প্রসিদ্ধ তাদের একজন মিলার। ক্রিকেট বলকে টেপ টেনিস বলের মতো পেটান বলে সমর্থকদের কাছে তিনি কিলার মিলার হিসেবে পরিচিত। তার আতঙ্কে ঘুম হারাম হয়ে যায় বিশ্বের সেরা বোলারদেরও।
আইপিএলে নিয়মিত খেলা সে মিলার এবার খেলবেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। এ প্রোটিয়া ব্যাটার তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০১ ইনিংসে ৩৩.৮৫ গড়ে করেছেন ২২৬৮ রান। ২ সেঞ্চুরির সঙ্গে ৬ ফিফটি হাঁকানো এ মিডল অর্ডার ব্যাটারের স্ট্রাইক রেট ১৪৪.৫৫।
আন্তর্জাতিক হিসেব বাদ দিলে পেশাদার ক্যারিয়ারে মোট ৪৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ৪১৩ ইনিংসে ৩৫.৪৩ গড়ে তার রান দশ হাজার ছুঁইছুঁই। তার অর্জনের খাতায় ৪৪ ফিফটির সঙ্গে আছে ৪ সেঞ্চুরি।
এদিকে মিলারের সঙ্গে বিপিএলের দশম মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলে খেলবেন ফখর জামান, ইব্রাহিম জাদরান, পল স্টার্লিং, দুনিথ ভেল্লালাগে ও দিনেশ চান্দিমালের মতো বিদেশি তারকারাও।
আগামী ১৯ জানুয়ারি জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগটি। আসরে বরিশালের প্রথম ম্যাচ ২০ জুন সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে।